×

জাতীয়

মহেশখালীতে পাহাড় ধসে প্রাণ গেল শিশুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২২, ১০:৪০ এএম

মহেশখালীতে পাহাড় ধসে প্রাণ গেল শিশুর

ভারী বৃষ্টিপাতের কারণে মহেশখালীতে রবিবার রাতে পাহাড় ধসে এক শিশুর প্রাণহানি হয়েছে

কক্সবাজারের মহেশখালীতে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে মাটি চাপায় এক শিশুর প্রাণ গেছে। উপজেলার কালামারছড়া ইউনিয়নের অফিস পাড়া এলাকা থেকে রবিবার (২০ জুন) রাত ১১টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির নাম- রবিউল হাসান (৫)। ওই এলাকার নজির হোসেন ওরফে বদুর ছেলে সে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই।

রবিউলের স্বজনদের বরাতে কালামারছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, রবিবার বিকালে বাড়ির পাশে পাহাড়ে রবিউলসহ বেশ কয়েকজন শিশু খেলতে যায়। সন্ধ্যায় অন্য শিশুরা বাড়ি ফিরে এলেও রবিউল ফেরেনি। এরপর বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে পাহাড় ধসে পড়া মাটির নিচ থেকে রবিউলের মরদেহ উদ্ধার হয়।

তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে মহেশখালীতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে পাহাড়ের মাটি নরম হয়ে শিশুটির ওপর ধসে পড়লে প্রাণ হারায় সে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App