×

সারাদেশ

নড়াইলে বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন মাশরাফি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২২, ০৫:২১ পিএম

নড়াইলে বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন মাশরাফি

সোমবার পৌর এলাকার মাছিমদিয়ায় এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের নতুন একতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনে মাশরাফি বিন মর্তুজা ও অন্যরা। ছবি: ভোরের কাগজ

নড়াইলে এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের নতুন একতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জুন) বেলা ১২টায় পৌর এলাকার মাছিমদিয়ায় এ ভবনের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, অবসর প্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার শীল, সমাজ সেবক শৈলেন্দ্রনাথ সাহা, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব ক্রীড়া ব্যক্তিত্ব আশিকুর রহমান মিকু, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের কলেজের অধ্যক্ষ অনাদি বৈরাগী, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ প্রমুখ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৮০ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে এ ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করে। এ প্রসঙ্গে নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা জানায়, এস এম সুলতান পৃথিবীর কাছে বাংলাদেশকে পরিচিত করেছে রং তুলির আচড়ের মাধ্যমে। বেঙ্গল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় নড়াইলে এই আর্ট কলেজ তৈরি হয়েছে। এই আর্ট কলেজ থেকে ভালো শিল্পী তৈরি হবে এবং এস এম সুলতানের নাম রাখবে বলে আমরা বিশ্বাস করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App