×

জাতীয়

জাতিসংঘে দেশের নতুন স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২২, ০৪:২২ পিএম

জাতিসংঘে দেশের নতুন স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিত

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিত। ফাইল ছবি

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হচ্ছেন মোহাম্মাদ আব্দুল মুহিত। তিনি রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমানে অস্ট্রিয়ায় বাংলাদেশের (আবাসিক) রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন মোহাম্মাদ আব্দুল মুহিত। তিনি বিসিএস (এফএ) ক্যাডারের ১১তম ব্যাচের অন্তর্গত মেধাবী ও চৌকস কর্মকর্তা। অনাবাসী দূত হিসেবে মোহাম্মাদ আব্দুল মুহিত হাঙ্গেরি, স্লোভেনিয়া এবং স্লোভাকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক দেখভাল করা ছাড়াও ভিয়েনায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। ভিয়েনায় নিয়োগের আগে মুহিত ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার হাত দিয়েই যাত্রা শুরু হয় ডেনমার্কের বাংলাদেশ মিশনের। আব্দুল মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস এবং এমএসএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় ডিপ্লোমা করেছেন। তার বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App