×

আন্তর্জাতিক

ইউক্রেন ইইউতে যোগ দিলে বিরোধিতা নয়, সুর নরম পুতিনের!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২২, ০৮:২৭ এএম

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইউক্রেনের অন্তর্ভুক্তি নিয়ে সুর নরম করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার ইইউয়ে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিরুদ্ধে রাশিয়া দাঁড়ায়নি, এমন বার্তাই দিয়েছেন তিনি।

পুতিন এ প্রসঙ্গে বলেন, আমরা এর বিরুদ্ধে নই। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইউক্রেন যোগ দেবে কিনা সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এটা তাদের ব্যাপার। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ন্যাটোর মতো সামরিক গোষ্ঠী নয়। খবর আনন্দবাজার পত্রিকার।

ইউক্রেনের ন্যাটোয় অন্তর্ভুক্তি নিয়ে গোড়া থেকেই ‘আপত্তি’ করে আসছে মস্কো। যা নিয়েই দুই দেশের মধ্যে অশান্তির সূত্রপাত। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রুশ বাহিনী।

ইইউয়ে ইউক্রেনের যোগদানের প্রসঙ্গে পুতিন আরও বলেছেন, ইইউয়ে যদি ইউক্রেন যোগ দেয়, তাহলে পশ্চিমা দেশগুলোর উপনিবেশে পরিণত হবে বলে আমি মনে করি।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাহী শাখা ইউরোপীয় কমিশন ইউক্রেনের সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বলেন, ইউক্রেনকে সদস্য দেশ হিসাবে আমন্ত্রণ জানানো উচিত।

এই প্রেক্ষাপটে এ নিয়ে পুতিন যেভাবে মুখ খুললেন, তা এই পর্বে নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App