×

আন্তর্জাতিক

চীনে তেল রপ্তানিতে সৌদিকে পেছনে ফেলে শীর্ষে রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২২, ০৬:৪৫ পিএম

চীনে তেল রপ্তানিতে সৌদিকে পেছনে ফেলে শীর্ষে রাশিয়া

রাশিয়ার একটি তেল পাইপ লাইন যার মাধ্যমে চীনের উত্তর-পূর্ব হেইলংজিয়াং প্রদেশে তেল সরবারহ করা হয়

ইউক্রেনে হামলার জেরে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার অপরিশোধিত তেল বিক্রির প্রধান ক্রেতা হয়ে দাঁড়িয়েছে চীন। গেলো মে মাসে রাশিয়া থেকে চীনের আমদানি করা তেলের পরিমাণ এক বছর আগের তুলনায় ৫৫ শতাংশ বেড়েছে, যা নতুন রেকর্ড। ফলে সৌদি আরবকে স্থানচ্যুত করে চীনের আমদানি করা তেলের প্রধান উৎসে পরিণত হয়েছে রাশিয়া।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট মন্দা ও সার্বিক অর্থনীতির গতি কমে গেলেও রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে চীন। ফেব্রুয়ারিতে চীন ও রাশিয়া যৌথভাবে ঘোষণা দেয়, তাদের বন্ধুত্বের কোনো 'সীমা নেই।'

ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ক্রেতারা রুশ তেল বর্জন করলেও চীনের রাষ্ট্রায়ত্ত পরিশোধনাগার সাইনোপেক ও ঝেনহুয়া ওয়েলের মত প্রতিষ্ঠানগুলো রাশিয়া থেকে মূল্য ছাড়ে অপরিশোধিত তেল আমদানি বাড়িয়েছে।

চীনের শুল্ক বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত মাসে রাশিয়া থেকে ৮৪ লাখ ২০ হাজার টন তেল এসেছে। এর অধিকাংশই এসেছে ইস্ট সাইবেরিয়া প্যাসিফিক ওশ্যান পাইপলাইন দিয়ে এবং সমুদ্রপথে।

একই সময়ে, সৌদি আরব থেকে আসা তেলের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ লাখ ২০ হাজার টনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App