কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে বন্যাদুর্গতদের মাঝে আজ সকালে ত্রাণ বিতরণকালে হার্ট এ্যাটাকে মৃত্যুবরণ করেন কেন্দুয়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবীর আহম্মদ খান রুজেল (২৮)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন নেত্রকোনা ৩- আসন কেন্দুয়া- আটপাড়া সংসদ সদস্য অসীম কুমার উকিল।
এছাড়া শোক প্রকাশ করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ ও প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট আব্দুল কাদির ভুইয়া, সাধারণ সম্পাদক পৌর মেয়র আসাদুল হক ভুইয়া সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।