×

জাতীয়

সিলেট থেকে বিমানের পর এবার ট্রেন, বাসও বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২২, ০১:৫৪ পিএম

সিলেট থেকে বিমানের পর এবার ট্রেন, বাসও বন্ধ

সিলেট রেলস্টেশন। ফাইল ছবি

সিলেট থেকে বিমানের পর এবার ট্রেন, বাসও বন্ধ

সিলেট রেলস্টেশনে বন্যার পানি ঢুকে পড়ায় শনিবার দুপুরে বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ

প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় পানি ঢুকে পড়ায় বিমানের ফ্লাইট বন্ধের পর এবার ট্রেন ও বাস যোগাযোগও বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার (১৮ জুন) দুপুরে পৃথকভাবে ওই জেলার রেলস্টেশন ও বাস টার্মিনাল বন্ধের ঘোষণা দেয়া হয়। তবে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশন থেকে ট্রেন চলবে বলে জানিয়েছে সিলেট রেলস্টেশন কর্তৃপক্ষ।

আরও পড়ুন : সিলেটে রানওয়েতে বন্যার পানি, বন্ধ বিমানের ফ্লাইট

এদিকে বাস চলাচল বন্ধের বিষয়ে সিলেটের পরিবহন নেতা আবদুল গফুর বলেন, ভারী বর্ষণের কারণে সিলেটের কদমতলী আন্তঃজেলা বাস টার্মিনালে জলাবদ্ধতার দেখা দিয়েছে। সিলেটগামী বিভিন্ন সড়কও পানিতে তলিয়ে গেছে। ঢাকা-সিলেট মহাসড়কে এখনও বেশ কিছু যানবাহন চলতে দেখা গেছে। কিন্তু যে কোনো সময় তাও বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন : সুনামগঞ্জের পর এবার সিলেট বিদ্যুৎ বিচ্ছিন্ন

বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকার ফলে দুপুরে দিকে সিলেট ও সুনামগঞ্জের সব বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এতে দুই জেলার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App