×

জাতীয়

মিয়ানমারে ফেরার দাবিতে রোহিঙ্গাদের ‘মহাসমাবেশের’ ডাক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২২, ০৪:৪৯ পিএম

মিয়ানমারে ফেরার দাবিতে রোহিঙ্গাদের ‘মহাসমাবেশের’ ডাক

২০১৯ সালে কক্সবাজারে রোহিঙ্গাদের যে সমাবেশ নিয়ে ব্যাপক আলোচনা উঠেছিল, তার উদ্যোক্তা ছিলেন মুহিবুল্লাহ। ছবি- সংগৃহীত।

মিয়ানমারে ফেরার দাবিতে রোহিঙ্গাদের ‘মহাসমাবেশের’ ডাক

গো হোম ক্যাম্পেইনের ব্যানারের একটি ভার্চুয়াল কপি।

গণহত্যার বিচার, দ্রুত প্রত্যাবাসসহ নানা দাবিতে ‘গো হোম ক্যাম্পেইন’ এ স্লোগানে মহাসমাবেশের ডাক দিয়েছে জন্মভূমি হারা রোহিঙ্গারা। রবিবার (১৯ জুন) কক্সবাজারে ক্যাম্পের ভেতরে এই সমাবেশে করা হবে।

আগামী ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস। এ উপলক্ষে ১৯ জুন রোহিঙ্গা ক্যাম্পে একসঙ্গে পৃথক পৃথক স্থানে ‘নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠী’ ব্যানারে কয়েকটি সমাবেশের আয়োজন হবে। এসব সমাবেশে তারা গণহত্যার বিচার, দ্রুত প্রত্যাবাসনসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরবে।

২০১৯ সালের ২৫ আগষ্ট ক্যাম্পে প্রথমবারের মতো বড় সমাবেশের আয়োজন করা হয়েছিল সন্ত্রাসীদের হাতে নিহত মাস্টার মুহিববুল্লাহর নেতৃত্বে। এবারের বিশাল সমাবেশে কারা নেতৃত্ব দিচ্ছেন তা গোপন রাখছে রোহিঙ্গারা।

একটি সূত্রে জানা গেছে, এবার সমাবেশ আয়োজনে নেতৃত্বে দিচ্ছে প্রয়াত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহর হাতে প্রতিষ্ঠিত সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস।

[caption id="attachment_354924" align="aligncenter" width="700"] গো হোম ক্যাম্পেইনের ব্যানারের একটি ভার্চুয়াল কপি।[/caption]

সমাবেশে উত্থাপনের জন্য একগুচ্ছ দাবি প্রস্তুত করেছে রোহিঙ্গারা। এগুলো হলো- রোহিঙ্গাদের রোহিঙ্গা বলেই ডাকতে হবে, দ্রুত সময়ের মধ্যে প্রত্যাবাসন হতে হবে, সীমিত সময় রাখা যাবে মিয়ানমার ট্রানজিট ক্যাম্পে, প্রত্যেক রোহিঙ্গাকে প্রত্যাবাসন করতে হবে, প্রত্যেক রোহিঙ্গাকে প্রত্যাবাসন করতে হবে গ্রামে গ্রামে, প্রত্যাবাসন সংক্রান্ত প্রত্যেক চুক্তি অন্তর্ভুক্ত করতে হবে, প্রত্যাবাসন প্রক্রিয়ায় অবশ্যই যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ওআইসি, যুক্তরাজ্য, ইউরোপীয়ান ইউনিয়ন, বাংলাদেশ, এনজিও, সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে, বার্মার ১৯৮২ সালের নাগরিকত্ব আইন বাতিল, সম্পত্তি ফেরত, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারসহ ইত্যাদি।

রোহিঙ্গা সূত্রে জানা গেছে, ৫টি ক্যাম্প একসঙ্গে জড়ো হবে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ এর ফুটবল মাঠে। সকাল ১০টায় শুরু হবে সমাবেশ। সেখানে একসঙ্গে যোগ দেবে ক্যাম্প ৮, ৯, ১০, ১১ ও ১২ নাম্বারে আশ্রিত রোহিঙ্গারা। তবে বাকিরা বিভিন্ন ক্যাম্পে পৃথক সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে তারা।

এদিকে রোহিঙ্গাদের সমাবেশের আনুষ্ঠানিক অনুমোদন রয়েছে কিনা তা নিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তারা মন্তব্য করতে চাননি। তবে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি তাদের নজরে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App