সুনামগঞ্জের পর এবার সিলেটের বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্র বন্ধ হয়ে গেছে। ফলে দুই জেলার মানুষ এখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছেন।
ছাতক ও সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্র পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে যাওয়ায় ওই দুই জেলায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ কারণে সুনামগঞ্জ জেলা ও সংলগ্ন এলাকায় রয়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।
বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সিলেট ও সুনামগঞ্জের প্রায় পৌনে দুই লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছেন।
আরও পড়ুন : বন্যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট, অন্ধকারে লাখো মানুষ
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই জেলার মানুষের সাময়িক এই অসুবিধায় ধৈর্যধারণের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন : চেরাপুঞ্জির বৃষ্টিতে ডুবল সিলেট, পরিস্থিতির আরও অবনতির শঙ্কা
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যার কারণে শনিবার (১৮ জুন) সিলেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর আগে শুক্রবার সুনামগঞ্জের বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ হয়ে যায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।