×

খেলা

সমীকরণ বলছে, বিশ্বকাপ ফাইনালে খেলবে আর্জেন্টিনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২২, ১১:১৮ পিএম

সমীকরণ বলছে, বিশ্বকাপ ফাইনালে খেলবে আর্জেন্টিনা

মেসির নেতৃত্বে দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা

দুয়ারে কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। এবার লিওনেল মেসির নেতৃত্বে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চলছে আর্জেন্টিনা। তাই এবার বিশ্বকাপে মেসিদের শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন অনেকে। ৩২ দলের এ বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। কোনো অঘটন না ঘটলে ধরে নেয়াই যায়, গ্রুপ চ্যাম্পিয়ন হবেন মেসি-ডি মারিয়ারা। দলটির বর্তমান পারফরম্যান্সও এমন কিছুরই ইঙ্গিত দিচ্ছে। আর সে ক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নকআউট পর্বে মুখোমুখি হবে ‘ডি’ গ্রুপের রানার্সআপ দলের।

যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, ডেনমার্ক, অস্ট্রেলিয়া কিংবা তিউনিশিয়া। গ্রুপ ‘ডি’ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে স্বাভাবিকভাবেই এগিয়ে করিম বেনজেমা-এমবাপ্পেদের ফ্রান্স। সে হিসাবে ‘ডি’ গ্রুপে রানার্সআপ হওয়ার সম্ভাবনা রয়েছে ডেনমার্কের। ড্যানিশদের বিপক্ষে আর্জেন্টিনা ফেভারিট হিসেবে খেলবে এটাও বলা যায়।

সুপার সিক্সটিনে ডেনমার্ককে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে বড় পরীক্ষায় নামতে হবে আর্জেন্টিনাকে। যেখানে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্সআপের মধ্যকার শেষ ষোলো ম্যাচজয়ী দলের বিপক্ষে খেলতে নামবে মেসিরা। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে নেদারল্যান্ডসের। অন্যদিকে ‘বি’ গ্রুপে ইংল্যান্ডের পর দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় উঠতে পারে ওয়েলস।

সে ক্ষেত্রে শেষ ষোলোয় লড়বে নেদারল্যান্ডস ও ওয়েলস এবং এই ম্যাচের জয়ী দল হিসেবে ডাচরাই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ, কোয়ার্টার ফাইনালে (৫৭তম ম্যাচ) আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ২০১০ সালের বিশ্বকাপের রানার্সআপ দল নেদারল্যান্ডস। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালেও মেসিদের প্রতিপক্ষ ছিল ডাচরা। সেই ম্যাচে খেলা গড়িয়েছিল টাইব্রেকারে। যেখানে আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরোর অতিমানবীয় পারফরম্যান্সে দলকে ফাইনালে উঠতে সাহায্য করে।

নেদারল্যান্ডসকে হারিয়ে সেরা চারে উঠতে পারলে সেমিফাইনালের দ্বৈরথে তথা আসরের ৬১তম ম্যাচে ৫৭তম ম্যাচের জয়ী দল হিসেবে আর্জেন্টিনাকে খেলতে হবে ৫৮তম ম্যাচের জয়ী দলের বিপক্ষে। আর ৫৮তম ম্যাচে লড়বে ৫৩ ও ৫৪তম ম্যাচের জয়ী দল।

সমীকরণ অনুসারে ৫৩তম ম্যাচে খেলবে ‘ই’ গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন জার্মানি ও ‘এফ’ গ্রুপের রানার্সআপ ক্রোয়েশিয়া। যেখানে ফেভারিট জার্মানি। অন্যদিকে ৫৪তম ম্যাচে লড়বে ‘জি’ গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন ব্রাজিল ও ‘এইচ’ গ্রুপের রানার্সআপ উরুগুয়ে। যেখানে এগিয়ে থাকবে ব্রাজিল।

সে হিসাবে ৫৮তম ম্যাচে কোয়ার্টার ফাইনালে দেখা হওয়ার কথা ব্রাজিল ও জার্মানির। এই ম্যাচের জয়ী দলই খেলবে সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে। যদি ৫৮তম ম্যাচে ব্রাজিল জয় পায়, তাহলে সেমিফাইনাল রূপ নেবে সুপার ক্লাসিকো ম্যাচে। যার আশায় ফুটবল বিশ্ব বসে থাকে। অন্যথায় জার্মানির বিপক্ষে লড়তে হবে আর্জেন্টিনাকে। যারা কিনা ২০১৪ সালে মেসিদের কাঁদিয়ে চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে।

সেমিফাইনালের অগ্নিপরীক্ষা উতরাতে পারলে বিশ্বমঞ্চের ফাইনালে খেলবে আর্জেন্টিনা। উত্তর দোহার লুসাইল স্টেডিয়ামে আগামী ১৮ ডিসেম্বর শিরোপার লড়াইয়ে নামবেন মেসি-ডি মারিয়ারা। ফাইনালে জিতলে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে আর্জেন্টিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App