×

শিক্ষা

শাবি শিক্ষার্থীদের উদ্ধারে বিজিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২২, ১০:১৬ পিএম

শাবি শিক্ষার্থীদের উদ্ধারে বিজিবি

শুক্রবার দুপুরে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে পৌঁছে দিতে উদ্ধার তৎপরতা শুরু করেন বিজিবি সদস্যরা। ছবি: সংগৃহীত

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাস প্লাবিত হওয়ায় হল ছাড়ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উদ্ধার তৎপরতা চালিয়ে রাখাছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এছাড়াও শিক্ষার্থীদের নিরাপদ স্থানে পৌঁছে দিতে কাজ করছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ জুন) দুপুরে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কাজ শুরু করেন বিজিবি সদস্যরা।

এদিকে বৃষ্টির প্রাবল্যে প্লাবিত হয়েছে পুরো ক্যাম্পাস। ক্যাম্পাসে কোমরপানি বিরাজ করছে। বৃহস্পতিবার থেকেই দুটি ছাত্রী হলে পানি উঠতে শুরু করে। শুক্রবার সকালে পুরো ক্যাম্পাসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সকাল থেকেই নিরাপদ পানির সংকটে পড়েছেন আবাসিক হলের শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App