×

জাতীয়

রংপুরের ৫০ গ্রামে পানিবন্দী ২০ হাজার পরিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২২, ০৭:০৩ পিএম

রংপুরের ৫০ গ্রামে পানিবন্দী ২০ হাজার পরিবার

রংপুরে ৫০টি গ্রামের ২০ হাজার পরিবার পানিবন্দী রয়েছেন। ছবি: ভোরের কাগজ

প্রবল বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পীরগাছা, কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার ৫০টি গ্রামের ২০ হাজার পরিবার পানিবন্দি মানবেতর জীবনযাপন করছেন। অনেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল নয়টার দিকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তায় পানি বৃদ্ধির কারণে গঙ্গাচড়া উপজেলায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ২৫টি বাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজারসহ শত শত ঘরবাড়ি। পানি উন্নয়ন বোর্ড দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিং করছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ভাঙন কবলিত কোলকন্দ ইউনিয়নের বিনবিনিয়া চর ও লক্ষ্মীটারি ইউনিয়নের পশ্চিম ইচলি গ্রামসহ বেশ কয়েকটি গ্রাম ক্ষতির মুখে। তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এসব এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েছেন। তাদেরকে উঁচু স্থানে যেতে বলা হয়েছে। রংপুরের গঙ্গাচড়ায় পানি বেড়ে যাওয়ায় নদীভাঙন দেখা দিয়েছে। ভাঙনের খবর পাওয়া গেলে সেখানে জিওব্যাগ দেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App