×

জাতীয়

বন্যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট, অন্ধকারে লাখো মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২২, ১২:১২ পিএম

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দুঃখ প্রকাশ করে বলেছেন, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়া মাত্র বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির জন্য বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে।

শুক্রবার (১৭ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ছাতক ও সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্র পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সুনামগঞ্জ জেলা ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রের সুইচইয়ার্ড প্লাবিত হওয়ায় সিলেট অঞ্চলও বিদ্যুৎ বন্ধের ঝুঁকিতে রয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সিলেট অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধ জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App