×

জাতীয়

পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: তথ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২২, ০৯:২৪ পিএম

পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: তথ্যমন্ত্রী

শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: ভোরের কাগজ

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতুর বাস্তবায়নে অনেকেই খুশি নন। এর উদ্বোধনকে সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে। তারই অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় আগুন, ট্রেনে আগুন ও বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ জুন) বিকেলে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে যাওয়ার আগে বিকেল চারটার দিকে গাইবান্ধা সার্কিট হাউজ চত্বরে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, নির্বাচনের দিন বিএনপির মহাসচিব ঠাকুরগাঁওয়ে ছিলেন। সেখানে বসে তারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। নির্বাচনে অংশগ্রহণের কারণে সাক্কু সাহেবকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। তারা আগেই বুঝেছিলেন, যে সাক্কু সাহেব পরাজিত হবেন। সাক্কু সাহেব খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছেন। খুব অল্প ভোটের ব্যাবধানে পরাজিত হয়েছেন। তারা তো আগেই নির্বাচন থেকে পালিয়ে গেছেন। নির্বাচন থেকে পলাতকরা নির্বাচন নিয়ে কথা বলা কতটুকু যুক্তিযুক্ত, সে প্রশ্ন আসে।

সম্মেলনে সভাপতিত্ব করেন সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেছ আলী প্রধান। বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনসহ আরও অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App