×

আন্তর্জাতিক

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রকে ফেরত দিতে রাজি যুক্তরাজ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২২, ১০:০৩ পিএম

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রকে ফেরত দিতে রাজি যুক্তরাজ্য

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রকে ফেরত দিতে রাজি হয়েছে যুক্তরাজ্য। শুক্রবার (১৭ জুন) এ বিষয়ে সবুজ সংকেত দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল।

তিনি বলেন, যুক্তরাজ্যের আদালত সিদ্ধান্ত নিয়েছেন যে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণ ‘তার মানবাধিকারের সঙ্গে বেমানান’ হবে না এবং যুক্তরাষ্ট্রে থাকাকালীন ‘তার সঙ্গে যথাযথ আচরণ করা হবে’। খবর বিবিসির।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের জন্য অ্যাসাঞ্জ ১৪ দিন সময় পাবেন।

২০১৯ সালে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে বের করে দেয়া হয়। এরপর তাকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। তখন থেকেই তিনি দেশটির জেলে রয়েছেন।

২০১০ ও ২০১১ সালে তথ্য ফাঁসের অপরাধে যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় আছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App