×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সৌদি দূতাবাসের রাস্তার নামকরণ খাশোগির নামে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২২, ১১:৪৬ এএম

যুক্তরাষ্ট্রে সৌদি দূতাবাসের রাস্তার নামকরণ খাশোগির নামে

রাস্তাটি জামাল খাশোগির স্মৃতি স্মারক হিসেবে কাজ করবে বলে মত সংশ্লিষ্টদের

তেহরান রিয়াদ সম্পর্কের ঘনিষ্ঠতার জেরে নড়বড়ে হয়ে পড়েছিলো সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্ক। সেই সম্পর্ক পুনরায় জোরদার করতে সৌদি সফরের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু তার আগেই ওয়াশিংটনে সৌদি আরব দূতাবাসের সামনের একটি রাস্তা জামাল খাশোগির নামে নামকরণ করা হয়।

বুধবার ওয়াশিংটনের স্থানীয় সরকার ওই রাস্তার নামকরণ করে ‘জামাল খাশোগি ওয়ে’। ওয়াশিংটন স্থানীয় সরকার কর্তৃপক্ষ জানায়, ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে খুন হওয়া দেশটির আলোচিত সাংবাদিক জামাল খাশোগির সম্মানে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া কাউন্সিল সম্প্রতি সর্বসম্মতভাবে নিউ হ্যাম্পশায়ার অ্যাভিনিউর নাম বদল করে খাশোগির নামে রাখার পক্ষে মত দেয়। ওই কাউন্সিলের প্রেসিডেন্ট ফিল মেন্ডেলসন বলেন, রাস্তাটি জামাল খাশোগির স্মৃতি স্মারক হিসেবে কাজ করবে।

বাইডেনের সৌদি আরব সফরের সময়সূচি ঘোষণার ঠিক আগে সড়কের নামকরণ করার খবরটি সামনে এল। আগামী মাসের ওই সফরে সৌদি যুবরাজের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App