×

অর্থনীতি

১৪৩ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৭:৩২ পিএম

ব্যবসা প্রসারের লক্ষ্যে বাংলাদেশকে ১৪৩ মিলিয়ন ডলার ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দেশের আন্তঃসীমান্ত বাণিজ্যের পরিমাণ, দক্ষতা, পূর্বাভাস এবং সামাজিক নিরাপত্তা বাড়াতে এ ঋণ দেয়া হবে।

বুধবার (১৫ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের সময় এডিমন গিন্টিং বলেন, করোনার প্রভাব থেকে আর্থসামাজিক পুনরুদ্ধারের গতি বাড়াতে এবং সমন্বিত সামাজিক সুরক্ষা কর্মসূচির ক্ষেত্রে সহায়তা দেবে এডিবি। সমন্বিত এই পদক্ষেপের মাধ্যমে সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনার উন্নতি হবে ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App