×

জাতীয়

হাদিসুরের পরিবার ও অন্য নাবিকরা পেলেন সাড়ে সাত কোটি টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৯:২৫ পিএম

ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে নিহত হাদিসুরের পরিবার ও অন্য নাবিকরা যাতে মনোবল না হারান সেজন্য তাদের প্রত্যেককে সাড়ে সাত কোটি টাকা দেয়া হয়েছে। এ সময় তাদের সান্ত্বনা দেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ জুন) ঢাকার দৈনিক বাংলার মোড়ে অবস্থিত বিএসসির আঞ্চলিক কার্যালয় বিএসসি টাওয়ারে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের নিহত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের পরিবার ও অন্যান্য নাবিকের সাত মাসের বেতনের সমপরিমাণ সাড়ে সাত কোটি টাকা ক্ষতিপূরণের চেক প্রদান করেন তিনি।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আস্থা ও বিশ্বাস রাখবেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বিএসসি ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সাহসের আইকন।

এর আগে হাদিসুর রহমানের ভাইকে বিএসসিতে চাকরি দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App