×

জাতীয়

বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ ৯৬, শীর্ষে আইসল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০২:৪৯ পিএম

বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ ৯৬, শীর্ষে আইসল্যান্ড

ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস প্রকাশিত এ বছরের প্রতিবেদন

অস্ট্রেলীয় গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালের বৈশ্বিক শান্তি সূচকে ৯৬তম অবস্থানে বাংলাদেশ। গত বছরের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ৯১তম। এ বছর বাংলাদেশের প্রাপ্তি ২.০৬৭ পয়েন্ট। বুধবার (১৫ জুন) প্রকাশিত এ বছরের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে সবচেয়ে শান্তির দেশ আইসল্যান্ড।

এরপর যথাক্রমে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, পর্তুগাল, স্লোভেনিয়া, চেক প্রজাতন্ত্র, সিঙ্গাপুর ও জাপানের অবস্থান। প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এই অঞ্চলে সবচেয়ে শান্তির দেশ ভুটান, ১৯তম। আর দ্বিতীয় অবস্থানে থাকা নেপাল আছে ৭৩তম স্থানে। শ্রীলঙ্কা ৯০তম, ভারত ১৩৫তম, পাকিস্তান ১৪৭তম আর আফগানিস্তান ১৬৩তম স্থানে রয়েছে। এই তালিকার সবচেয়ে খারাপ অবস্থানে আফগানিস্তান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App