×

মুক্তচিন্তা

আত্মহত্যা কোনো সমাধান নয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২২, ১২:১৫ এএম

আত্মহত্যা কোনো সমাধান নয়
ইসলামে অপরাধগুলোর মধ্যে জঘন্যতম অপরাধ হচ্ছে আত্মহত্যা করা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আত্মহত্যা নিষিদ্ধ। গত কয়েক মাসে আত্মহত্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ফেনী জেলায় আত্মহত্যা নিত্যনতুন সংবাদ হিসেবে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিত্য আত্মহত্যার সংবাদ। কেউ মোবাইলের জন্য, কেউ গেমের জন্য, কেউ প্রেমিক-প্রেমিকার জন্য, কেউ আর্থিক সংকটের জন্য, কেউ পারিবারিক অশান্তির জন্য আত্মহত্যা নামক ঘৃণ্য পন্থা অবলম্বন করে। গত মে মাসে ফেনী জেলায় প্রায় ৫০ জনেরও অধিক আত্মহত্যা করেছে বলে জানা যায়। জীবনের প্রতি তাদের কেন এত অনীহা? আর আত্মহত্যাই বা কি সবকিছুর সমাধান? আত্মহত্যা হতে বিরত থাকতে আল্লাহতায়ালা বিশেষভাবে নির্দেশ দিয়েছেন এবং আত্মহত্যার পরিণামে কঠোর শাস্তির বর্ণনা দিয়ে পবিত্র কুরআনে বলা হয়েছে- ‘তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু এবং যে কেউ সীমালঙ্ঘন করে অন্যায়ভাবে তা (আত্মহত্যা) করবে, তাকে অগ্নিতে দগ্ধ করব, এটা আল্লাহর পক্ষে সহজ।’ (সূরা আন-নিসা; আয়াত: ২৯-৩০) রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি নিজেকে পাহাড়ের ওপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করে, সে জাহান্নামের মধ্যে সর্বদা ওইভাবে লাফিয়ে পড়ে নিজেকে নিক্ষেপ করতে থাকবে। যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করে, সেও জাহান্নামের মধ্যে সর্বদা ওইভাবে নিজ হাতে বিষ পান করতে থাকবে। আর যে কোনো ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যা করে, তার কাছে জাহান্নামে সেই ধারালো অস্ত্র থাকবে, তা দ্বারা সে সর্বদা নিজের পেট ফুঁড়তে থাকবে।’ (বুখারি ও মুসলিম) অনেকেই হতাশায় আচ্ছন্ন হয়ে আত্মহত্যা করে। ইসলামে হতাশ হতেও নিরুৎসাহিত করা হয়েছে। আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না।’ (সূরা জুমা, আয়াত : ৫০) জীবনে আঘাত, দুঃখ, কষ্ট, বেদনা আসে জীবনকে শক্ত করার জন্য, মৃত্যুকে আলিঙ্গন করার জন্য নয়। মনে রাখতে হবে মৃত্যু আমাদের জীবনে লক্ষ্য নয়, বেঁচে থাকাটাই আমাদের জীবনের লক্ষ্য। সালমা আক্তার শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App