ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে নিহত হাদিসুরের পরিবার ও অন্য নাবিকরা যাতে মনোবল না হারান সেজন্য তাদের প্রত্যেককে সাড়ে সাত কোটি টাকা দেয়া হয়েছে। এ সময় তাদের সান্ত্বনা দেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৬ জুন) ঢাকার দৈনিক বাংলার মোড়ে অবস্থিত বিএসসির আঞ্চলিক কার্যালয় বিএসসি টাওয়ারে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের নিহত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের পরিবার ও অন্যান্য নাবিকের সাত মাসের বেতনের সমপরিমাণ সাড়ে সাত কোটি টাকা ক্ষতিপূরণের চেক প্রদান করেন তিনি।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আস্থা ও বিশ্বাস রাখবেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বিএসসি ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সাহসের আইকন।
এর আগে হাদিসুর রহমানের ভাইকে বিএসসিতে চাকরি দেয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।