অর্থমন্ত্রীর কথায় আমি কালো টাকার মালিক: সংসদে চুন্নু

আগের সংবাদ

শাহজালালে এবার দুর্ঘটনার শিকার বিমানের ড্রিমলাইনার

পরের সংবাদ

হাদিসুরের পরিবার ও অন্য নাবিকরা পেলেন সাড়ে সাত কোটি টাকা

প্রকাশিত: জুন ১৬, ২০২২ , ৯:২৫ অপরাহ্ণ আপডেট: জুন ১৬, ২০২২ , ৯:২৫ অপরাহ্ণ

ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে নিহত হাদিসুরের পরিবার ও অন্য নাবিকরা যাতে মনোবল না হারান সেজন্য তাদের প্রত্যেককে সাড়ে সাত কোটি টাকা দেয়া হয়েছে। এ সময় তাদের সান্ত্বনা দেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ জুন) ঢাকার দৈনিক বাংলার মোড়ে অবস্থিত বিএসসির আঞ্চলিক কার্যালয় বিএসসি টাওয়ারে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের নিহত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের পরিবার ও অন্যান্য নাবিকের সাত মাসের বেতনের সমপরিমাণ সাড়ে সাত কোটি টাকা ক্ষতিপূরণের চেক প্রদান করেন তিনি।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আস্থা ও বিশ্বাস রাখবেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বিএসসি ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সাহসের আইকন।

এর আগে হাদিসুর রহমানের ভাইকে বিএসসিতে চাকরি দেয়া হয়।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়