×

সম্পাদকীয়

বেসরকারি আইসিডিগুলোকে নীতিমালা মানতে হবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২২, ১২:২৯ এএম

বেসরকারি আইসিডিগুলোকে নীতিমালা মানতে হবে

চট্টগ্রামে আমদানি-রপ্তানির সুবিধার্থে গড়ে তোলা হয়েছে ১৯টি বেসরকারি ডিপো। রাসায়নিক দ্রব্য সংরক্ষণে উদাসীনতা আছে ডিপোগুলোর। অধিকাংশ আইসিডিই নীতিমালা বা ডিপোর সেফটি সিকিউরিটি মানছে না। বেসরকারি আইসিডি-সিএফএস নীতিমালা-২০১৬-এর ৯.৩ ধারা অনুযায়ী বিপজ্জনক ও বিস্ফোরক পণ্য হ্যান্ডলিং ও সংরক্ষণের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মেরিটাইম ডেঞ্জারাস গুডস (আইএমডিজি) নীতিমালা অনুসরণ করা হয় না। অরক্ষিত অবস্থায় রাখার কারণেই সীতাকুণ্ড ডিপোতে এতগুলো মানুষের প্রাণ গেল। ডিপোর শ্রমিকরা অভিযোগ করছেন, এসব বিপজ্জনক রাসায়নিক পদার্থ বিশেষ ব্যবস্থায় নিরাপদে রাখার নিয়ম থাকলেও সেসব নিয়মের কোনো তোয়াক্কা করেনি বিএম ডিপোর মালিকপক্ষ। এর আগে ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে রাসায়নিক দ্রব্যের গুদামে আগুন লেগে ১২৪ জন মারা গিয়েছিলেন। তখনো সারাদেশে, বিশেষ করে বাণিজ্যিক এলাকাগুলোতে রাসায়নিক ব্যবস্থাপনা আরো নিখুঁত করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করার কথা থাকলেও শেষ পর্যন্ত পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হয়নি। এটা দুঃখজনক। সরকার এ বিষয়ে কঠোর না হলে সামনে হয়তো আরো বড় ঘটনা দেখার অপেক্ষায় থাকতে হবে। জানা গেছে, ১৯৮৪ সালে সি-ফেয়ারার্স লিমিটেড নামে বেসরকারি আইসিডি চালুর মাধ্যমে দেশে বেসরকারি ডিপোর যাত্রা শুরু হয়। এরপর কোনো নীতিমালা ছাড়াই ২০২১ সাল পর্যন্ত ধাপে ধাপে গড়ে উঠেছে মোট ১৯টি বেসরকারি ডিপো। ৩৮ বছর পর ঠিক হলো এসব ডিপো কীভাবে চলবে, তার নীতিমালা। ২০২১ সালের ১৯ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই নীতিমালা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা ‘বেসরকারি খাতে ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) ও কন্টেইনার ফ্রেইট স্টেশন (সিএফএস) নীতিমালা-২০২১’ নামে অভিহিত। নীতিমালা অনুযায়ী নতুন স্থাপিত আইসিডিগুলোকে অবশ্যই শহরের ২০ কিলোমিটার দূরে স্থাপন করতে বলা হয়েছে। নতুন আইসিডি স্থাপনের ক্ষেত্রে নিজস্ব মালিকানাধীন জায়গা, ভাড়া জায়গা বা লিজ নেয়া জায়গায় আইসিডি স্থাপন করা যাবে। এ ক্ষেত্রে ন্যূনতম ১৫ একর জায়গা এবং সাড়ে ৪ হাজার টিইইউএস কন্টেইনার রাখার জায়গা থাকতে হবে। সিএফএসের আয়তন হতে হবে আইসিডির মোট আয়তনের ৫ ভাগের ১ ভাগ। আইসিডি স্থাপনে বিদেশি বিনিয়োগ থাকলে অংশীদারিত্বে ন্যূনতম ৫১ শতাংশ বাংলাদেশি মালিকানাধীন হতে হবে। এছাড়া আইসিডির মূল গেট জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক থেকে ২০০ মিটার দূরে রাখতে হবে। কিন্তু এই নীতিমালাও মানছেন না কন্টেইনার ডিপোর কোনো মালিক। এতে দুর্ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিসের তথ্য মতে, গত ১০ বছরে প্রায় ১ লাখ ৬৮ হাজারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর প্রায় সবই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব পালনে অবহেলাজনিত কারণে হয়েছে। যার সূত্রপাত হয়েছিল অনিরাপদ ও অবৈধ গুদামে কেমিক্যাল মজুতের কারণে। পরিসংখ্যানটি কত ভয়াবহ। এরপরও আমাদের টনক নড়ছে না। বাংলাদেশের শিল্প খাতে যেসব কেমিক্যাল ব্যবহৃত হয় সেগুলোর ব্যবস্থাপনার মূল দায়িত্ব বিস্ফোরক অধিদপ্তরের। এ অধিদপ্তরের ভূমিকা জোরালো হওয়া দরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App