×

বিনোদন

তিশা-ফারহানের নাটকের শুটিংয়ে বখাটেদের হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৫:৩৭ পিএম

তিশা-ফারহানের নাটকের শুটিংয়ে বখাটেদের হামলা

বখাটেদের হামলার শিকার তানজিন তিশা-মুশফিক ফারহান অভিনীত শুটিং টিম

তিশা-ফারহানের নাটকের শুটিংয়ে বখাটেদের হামলা

মাহমুদ মাহিনের পরিচালিত নাটকের শুটিং সেটে তানজিন তিশা ও মুশফিক ফারহান

তিশা-ফারহানের নাটকের শুটিংয়ে বখাটেদের হামলা

টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাহমুদ মাহিনের পরিচালিত নাটকের শুটিং সেট

তিশা-ফারহানের নাটকের শুটিংয়ে বখাটেদের হামলা

অভিনেত্রী তানজিন তিশার শুটিং ইউনিটে স্থানীয় বখাটেদের মাধ্যমে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুন) বিকালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাম ঠিক না হওয়া নাটকটির শিল্প নির্দেশক নাজিরী সাগর।

তিনি জানান, হামলার ঘটনায় নাটকটির এক্সিকিউটিভ প্রডিউসার সৌরভ, সহকারী পরিচালক সবুজ ইমতিয়াজ, অভিনেতা কুন্তল বিশ্বাস ও অঙ্কন আহত হন।

হামলার সময় ইউনিটে তানজিন তিশা ও মুশফিক ফারহান থাকলেও তারা অল্পের জন্য রক্ষা পান বলেও জানান নাটকটির নির্মাতা মাহমুদ মাহিন। হামলার ঘটনায় মূল অভিযুক্ত রনি শহরের দিঘুলিয়া এলাকার বাসিন্দা।

[caption id="attachment_354478" align="aligncenter" width="720"] মাহমুদ মাহিনের পরিচালিত নাটকের শুটিং সেটে তানজিন তিশা ও মুশফিক ফারহান[/caption]

সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন ঈদ উপলক্ষে মাহমুদ মাহিনের পরিচালনায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) চারদিনব্যাপী এই নাটকের শুটিং শুরু হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেখানকার বিভিন্ন হল, একাডেমিক ভবন, ক্যাফেটেরিয়া, মুক্তমঞ্চসহ বিভিন্ন পয়েন্টে শুটিং চলছিলো। সেই ইউনিটে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারার এক ঝাঁক নতুন মুখও ছিলো।

প্রত্যক্ষদর্শীদের বয়ানে, সোমবার (১৩ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা নাটকের একটি দৃশ্য শুটিংয়ের জন্য অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে গ্রিনরুমে অবস্থান করছিলেন। সেখানে স্থানীয় রনির নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল গ্রিনরুমে প্রবেশ করে। এসময় শুটিংয়ে বাধাগ্রস্ত হওয়ায় তাদের সেখান থেকে বের হয়ে যেতে বলা হয়। এতে রনি ও তার দল ক্ষিপ্ত হয়ে শুটিং টিমের ওপর চড়াও হয়। চালায় হামলা।

[caption id="attachment_354480" align="aligncenter" width="750"] টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাহমুদ মাহিনের পরিচালিত নাটকের শুটিং সেট[/caption]

নাটকটির শিল্প নির্দেশক নাজিরী সাগর বলেন, ‘শুটিং চলাকালে স্থানীয় যুবক রনির নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল হামলা চালায়। এসময় বেল্ট দিয়ে ইউনিটের চারজনকে পেটানো হয়। এরমধ্যে দুজন বেশি আহত হন। পরে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা সেখানে শুটিংয়ে গিয়েছিলাম। হামলার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হামলার পরও আমরা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করার কারণে আইনি পদক্ষেপ নিতে পারিনি। বিশ্ববিদ্যালয় থেকে আমরা ১৫ জুন ভোরে ঢাকায় ফিরেছি। তবে হামলাকারী রনিসহ জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।’

তবে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছিল ঘটনাস্থলে। তবে এ ঘটনায় কেউ অফিশিয়ালি অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App