×

জাতীয়

ঢাকার চারপাশে হচ্ছে ৮৫ কি. মি. চক্রাকার সড়ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৬:৩৯ পিএম

রাজধানীর যানজট নিরসনে মোট ৮৫ কিলোমিটার দীর্ঘ চক্রাকার সড়ক তৈরির প্ররিকল্পনা করেছে সরকার। বুধবার (১৫ জুন) জাতীয় সংসদে এমপি নূর উদ্দিন চৌধুরী নয়নের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, রাজধানীর যানজট নিরসনে মোট ৮৫ কি.মি. দীর্ঘ ইনার সার্কূলার (চক্রাকার) সড়ক তৈরির প্ররিকল্পনা করা হয়েছে। এর প্রথম অংশে ডেমরা থেকে উত্তর-পূর্ব দিকে বেড়াইদ-পূর্বাচল-তেরমুখ হয়ে আব্দুল্লাপুর পর্যন্ত প্রায় ২৫ কি. মি. দীর্ঘ ইস্টার্ন বাইপাস হিসাবে পরিচিত। পরে ইনার সার্কূলার সড়কের ২য় অংশে প্রায় ৬০ কি. মি. দীর্ঘ যা আব্দুল্লাহপুর থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ধউর-বিরুলিয়া-গাবতলী- সোয়ারিঘাট-বাবুবাজার-কদমতলী-তেঘরিয়া-পোস্তগোলা-চাষাড়া-শিমরাইল হয়ে ডেমরা পর্যন্ত সড়ক ৩ ধাপে নির্মাণের কাজ বাস্তবায়িত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App