×

জাতীয়

আগামী নির্বাচন নিয়ে জনগণের তীক্ষ্ণ নজর রয়েছে: খসরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৩:২৮ পিএম

আগামী নির্বাচন নিয়ে জনগণের তীক্ষ্ণ নজর রয়েছে: খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বুধবার অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ভোরের কাগজ

আগামী নির্বাচন নিয়ে জনগণের তীক্ষ্ণ নজর রয়েছে: খসরু

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বুধবার অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভোরের কাগজ

ক্ষমতাসীন সরকারের অধীনে যারা নির্বাচনে যাওয়ার চিন্তা করছে তাদের ওপর জনগণের তীক্ষ্ণ নজর রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১৫ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আজকে যে কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিএনপি বহু আগেই তা প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যানের কারণগুলো একাধিকবার বলা হয়েছে।

ভোট জালিয়াতি প্রসঙ্গে তিনি আরও বলেন, সরকারের মধ্য থেকে যারা নির্বাচন কার্যক্রম পরিচালনার চেষ্টা করছেন তাদের সবার ওপর জনগণের তীক্ষ্ণ নজর রয়েছে।

নৌকা প্রতীক ছাড়া অন্য কোথাও ভোট দিলে হুমকি দেয়া হচ্ছে এমনটি দাবি করে খসরু বলেন, নৌকা প্রতীক ছাড়া অন্য কোথাও ভোট দিলেই বাইরে এসে ভোটারকে হুমকি দেবে। তাহলে বোঝা যাচ্ছে শেখ হাসিনার অধীনে নির্বাচন কেমন হবে।

নেতাকর্মীদের উদ্দেশে আগামী আন্দোলন কর্মসূচির বিষয়ে তিনি বার্তা দেন, আগামী মাসগুলো দলের নেতাকর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং কীভাবে আন্দোলন বেগবান করা যায়, সেই প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে।

[caption id="attachment_354438" align="aligncenter" width="700"] বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বুধবার অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ভোরের কাগজ[/caption]

আলোচনা সভায় এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গ্রাম অঞ্চলের শিক্ষা ও চিকিৎসা একদম ভেঙে পড়ে গেছে। মানুষের সুস্বাস্থ্য চিকিৎসা, শিক্ষার না থাকে তাহলে পদ্মা সেতু দিয়ে তারা কি করবে? পদ্মা সেতুর ঝলমলে আলো কোনো কাজে আসবে না তাদের।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মারুফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির সহ প্রচার সম্পাদক শামিমুর রহমান শামিম, বিএনপির কেন্দ্রীয় নেতা শাহজান মিয়া সম্রাট, কৃষক দলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, অ্যাবের নেতা কৃষিবিদ ছানোয়ার হোসেনসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App