কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নগরীর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্র। সকালে সাড়ে আটটার দিকে প্রথমে ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ভোট দিতে আসেন। ভোট সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এরপর আসেন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। একই কেন্দ্রে ভোট দেন তিনি। ভোটগ্রহণের বিষয়ে সন্তোষ প্রকাশ করে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, চমৎকার পরিবেশে ভোট হচ্ছে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।
সকাল পৌনে দশটার দিকে কেন্দ্র পরিদর্শন করেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন নবী চৌধুরী। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।