×

আন্তর্জাতিক

পাকিস্তানে গাধার সংখ্যা বেড়েছে: সমীক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২২, ০২:৪৩ পিএম

পাকিস্তানে গাধার সংখ্যা বেড়েছে: সমীক্ষা

গাধা

পাকিস্তানে বেড়েই চলেছে গাধার সংখ্যা। পাকিস্তান অর্থনৈতিক সমীক্ষা (পিইএস) অনুযায়ী ২০২১-২২ অর্থবছরে দেশটিতে গাধার সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখে, যা আগের অর্থবছরের চেয়ে এক লাখ বেশি।

কয়েক বছর ধরে দেশটিতে অব্যাহতভাবে গাধার সংখ্যা বাড়ছে। ২০১৯-২০ অর্থবছরে গাধার সংখ্যা ছিল ৫৫ লাখ। পরে ২০২০-২১ অর্থবছরে এক লাখ বেড়ে গাধার সংখ্যা আরও বেড়ে ৫৬ লাখে উন্নীত হয়। খবর দ্য প্রিন্ট, জিও নিউজের।

পাকিস্তানের গরুর সংখ্যা বেড়ে পাঁচ কোটি ৩৪ লাখ, মহিষের সংখ্যা চার কোটি ৩৭ লাখ এবং ভেড়া ও ছাগলের সংখ্যা বেড়ে হয়েছে তিন কোটি ১৯ লাখ।

সমীক্ষা বলছে, দেশটিতে ১১ লাখ উট আছে। ঘোড়া আছে চার লাখ। আর খচ্চর আছে দুই লাখ। তবে লক্ষণীয় বিষয়, ২০১৭-১৮ অর্থবছরের পর এই সংখ্যায় কোনো হেরফের হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App