×

খেলা

সাবেক খেলোয়াড় ও আম্পায়ারদের পেনশন বাড়াল বিসিসিআই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২২, ১০:২৮ পিএম

সাবেক খেলোয়াড় ও আম্পায়ারদের পেনশন বাড়াল বিসিসিআই

সৌরভ গাঙ্গুলি। ফাইল ছবি

সাবেক পুরুষ ও নারী ক্রিকেটার এবং আম্পায়ারদের মাসিক পেনশন বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। এটি কার্যকর হচ্ছে চলতি বছরের ১ জুন থেকে। ঘোষণা না দিয়ে কি উপায় আছে? একদিন আগে প্রায় ৫৪ হাজার কোটি টাকায় আইপিএলের সম্প্রচারস্বত্ব বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী বছর থেকে ভারতের জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল কোন চ্যানেলে দেখা যাবে, তা ঠিক হয়ে গেল। যদিও কোন চ্যানেল আইপিএল দেখানোর স্বত্ব কিনতে পেরেছে তা এখনো জানানো হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

২০২৩-২০২৭ সাল পর্যন্ত এই পাঁচ বছরের জন্য আইপিএলের টেলিভিশন স্বত্ব বিক্রি হয়েছে। একই সঙ্গে বিক্রি হয়েছে ডিজিটাল স্বত্বও। অর্থাৎ আগামী পাঁচ বছর টেলিভিশন, মোবাইল ও অনলাইনে কীভাবে খেলা দেখা যাবে, তা নির্ধারণ হয়ে গেছে। মোট ২৩ হাজার ৫৭৫ কোটি রুপিতে টেলিভিশন স্বত্ব কিনে নিয়েছে একটি চ্যানেল। সেই সঙ্গে ২০ হাজার ৫০০ কোটি রুপিতে বিক্রি হয়েছে আইপিএলের ডিজিটাল স্বত্ব। সব মিলিয়ে আইপিএলের মোট সম্প্রচারস্বত্ব বিক্রি হয়েছে ৪৪ হাজার ৭৫ কোটি রুপিতে।

সম্প্রচারস্বত্ব বিক্রির ঠিক একদিন পরই সুখবর পেলেন দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটাররা- বেতন বাড়ছে তাদের। সুখবরটা শুধু বর্তমান আর ভবিষ্যৎ ক্রিকেটারদের ভেতরেই সীমাবদ্ধ রাখেনি বিসিসিআই। তাদের সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশনও করে দেয়া হয়েছে দ্বিগুণ। ভারতে প্রথম শ্রেণির খেলোয়াড়রা আগে যেখানে পেতেন ১৫ হাজার রুপি, তারা পাবেন ৩০ হাজার রুপি করে। সাবেক টেস্ট খেলোয়াড়রা নতুন স্কিম অনুযায়ী পাবেন ৬০ হাজার রুপি করে। আগে তারা পেতেন ৩৭ হাজার ৫০০ রুপি। ৫০ হাজার রুপি পেনশনভোগীরা পাবেন ৭০ হাজার রুপি। নারী আন্তর্জাতিক খেলোয়াড়রা এখন থেকে পেনশন পাবেন ৫২ হাজার ৫০০ রুপি করে। আগে তাদের পেনশন ছিল ৩০ হাজার রুপি। ২০০৩ সালের আগে অবসর নেয়া প্রথম শ্রেণির ক্রিকেটারদের পেনশন ২২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৪৫ হাজার রুপি।

বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি এ বিষয়ে বলেন, সাবেক ক্রিকেটারদের দেখভাল করার গুরুত্বপূর্ণ দায়িত্বটা আমরা ভালোভাবেই সামাল দিচ্ছি। খেলোয়াড়রা আমাদের লাইফলাইন, আর তাদের অবসরের পর বোর্ড হিসেবে তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য।’

বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, এই বেতন ও পেনশন বাড়ানোর আওতায় আসবেন বিপুলসংখ্যক ব্যক্তি, যাদের তিন-চতুর্থাংশই শতভাগ বৃদ্ধির আওতায় পড়বেন। তিনি এক টুইটে লিখেছেন, ‘সাবেক ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের মাসিক পেনশনে বৃদ্ধির বিষয়টা আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি। প্রায় ৯০০ ব্যক্তি এই সুবিধা পাবেন। যার ৭৫% ব্যক্তি থাকবেন শতভাগ বৃদ্ধির আওতায়।’

বিসিসিআই কোষাধ্যক্ষ বলেন, আম্পায়াররা আমাদের আনসাং হিরো। আর বিসিসিআই তাদের অবদানকে মূল্য দেয়। বিসিসিআই আজ যে পর্যায়ে এসেছে, তাতে সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের অবদান অনেক। তাদের মাসিক পেনশনে বৃদ্ধির ঘোষণাটি দিতে পেরে আমরা আনন্দিত।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App