×

খেলা

বিশ্বকাপ মঞ্চে অস্ট্রেলিয়া, বিদায় পেরুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৯:১২ এএম

বিশ্বকাপ মঞ্চে অস্ট্রেলিয়া, বিদায় পেরুর

জয়ের পর উল্লাসে অস্ট্রেলিয়া দল

লাতিন অঞ্চলের দেশ পেরুকে হারিয়ে ষষ্ঠবারের মত ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা করল অস্ট্রেলিয়া। এ জয়ে এশিয়া অঞ্চল থেকে টানা পঞ্চমবারের মত বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিলো দেশটি। সোমবার (১৩ জুন) রাতে কাতারের আল রায়ান স্টেডিয়ামে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে টাইব্রেকারে পেরুকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

এরআগে নির্ধারিত নব্বই মিনিট এবং অতিরিক্ত ত্রিশ মিনিট গোলশূন্য সমতায় ছিল। খেলার শেষ মুহূর্তে গোলকিপার বদলি করে বাজিমাত করল অস্ট্রেলিয়া। ১২০ মিনিটের মাথায় ম্যাথিউ রায়ানকে তুলে আন্দ্রে রেডমাইনেকে নামায় অস্ট্রেলিয়া। পেনাল্টি শুট আউটে পেরুর ষষ্ঠ শট দুর্দান্ত ভাবে ঠেকিয়ে অস্ট্রেলিয়াকে নিয়ে যান কাতার বিশ্বকাপের মঞ্চে।

টাইব্রেকারে প্রথম শটেই গোল করতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। এরপর পেরু টানা দুটি শট লক্ষ্যে রাখলেও তৃতীয় শট জালে জড়াতে ব্যর্থ হলে জমে উঠে পেনাল্টি শ্যুটআউট। একপর্যায়ে ৪-৪ সমতায় চলতে থাকে। অস্ট্রেলিয়া ষষ্ঠ শট জালে জড়ালেও পেরুর শট দারুণ ভাবে আটকে দেন বদলি নামা গোলকিপার রেডমাইনে। এরপরেই আনন্দে ভাসে অজি ফুটবলাররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App