×

জাতীয়

দেশে ৯.৩০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে: নসরুল হামিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৬:১২ পিএম

দেশে ৯.৩০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে জানিয়েছেন, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী মোট প্রাথমিক গ্যাস মজুদের পরিমাণ ছিল ৩৯.৯ ট্রিলিয়ন ঘনফুট এবং উত্তোলনযোগ্য প্রমাণিত ও সম্ভাব্য (২পি) মজুদের পরিমাণ ২৮.৪২ ট্রিলিয়ন ঘনফুট। কিন্তু ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে ১৯.১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করার ফলে ২০২২ সালের জানুয়ারি মাসে প্রায় ৯.৩০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) এমপি হাবিবুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

এমপি মোহম্মদ এবাদুল করিমের এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, বর্তমানে দেশের ৩০টি জেলায় বিভিন্ন শ্রেণির গ্রাহকের (বিদ্যুৎ, ক্যাপটিভ পাওয়ার, শিল্প, সার কারখানা, সিএনজি, গৃহস্থালি, বাণিজ্যিক ও চা বাগান) নিকট গ্যাস সরবরাহ করা হচ্ছে। তিনি জানান, বর্তমানে দেশীয় গ্যাস ক্ষেত্রে থেকে দৈনিক গড়ে প্রায় ২ হাজার ৩০৩ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে। কিন্তু দেশে প্রাকৃতিক গ্যাসের চাহিদা দৈনিক গড়ে ৩ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় ৮৫০ মিলিয়ন ঘনফুট রি-গ্যাসিফাইড এলএনজি আমদানীর মাধ্যমে ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে। তবে চাহিদার কারণে চলমান গ্যাসফিল্ডের উৎপাদন বাড়ানোসহ নতুন নতুন গ্যাস ক্ষেত্রে আবিষ্কারের জন্য নানামুখি কার্যক্রম নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App