×

জাতীয়

ডলারের দাম বাড়ছেই, বিপরীতে কমছে টাকার মান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৬:০৮ পিএম

টাকার বিপরীতে বাড়ছেই ডলারের দাম। মঙ্গলবার (১৪ জুন) প্রতি ডলারে আরও ৩০ পয়সা বেড়েছে। আন্তঃব্যাংক এ দিন ডলারের দর নির্ধারণ করেছে ৯২ টাকা ৮০ পয়সা।

মঙ্গলবার (১৪ জুন) এ দামে কয়েকটি ব্যাংকের কাছে ৬ কোটি ৪০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

চলতি অর্থ বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন ব্যাংকের কাছে মোট ৭০০ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে। এর আগে কোনো এক অর্থবছরে এত ডলার বিক্রি করেনি বাংলাদেশ ব্যাংক। এ কারণে গত আগস্ট মাসে সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে উঠা রিজার্ভ এখন ৪১ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে নেমেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App