×

জাতীয়

র‌্যাবের নতুন এডিজি অপারেশন্স কর্নেল কামরুল হাসান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৬:২০ পিএম

র‌্যাবের নতুন এডিজি অপারেশন্স কর্নেল কামরুল হাসান

কর্নেল কামরুল হাসান

র‌্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অপারেশন্সের দায়িত্ব নিয়েছেন কর্নেল মো. কামরুল হাসান। তিনি কে এম আজাদের স্থলাভিষিক্ত হলেন। সোমবার (১৩ জুন) কর্নেল কামরুল হাসান তার দায়িত্ব বুঝে নেন।

এদিকে বিদায়ী এডিজি কর্নেল কে এম আজাদ ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। র‌্যাব থেকে তিনি প্রথমে সেনা সদর দপ্তরে যোগ দেবেন। সেখান থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি রিজিওনের রিজিওনাল কমান্ডার হিসেবে যোগদানের কথা রয়েছে তার।

র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় জানানো হয়, এরআগেও কামরুল হাসান র‌্যাবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের এপ্রিলে র‌্যাব-১১ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। দুই বছর সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে নিজ বাহিনীতে ফিরে যান তিনি। সে সময় তিনি জঙ্গিবিরোধী অভিযান ছাড়াও প্রশ্ন ফাঁস চক্র, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে ব্যাপক প্রশংসা কুড়ান। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে তিনি পিপিএম-সাহসিকতা পদক পান। কামরুল হাসান ৩৫ বিএম লং কোর্সে আর্মার্ড কোরে কমিশন লাভ করেন। মেধাবী, সৎ ও কর্মঠ অফিসার হিসেবে বাহিনীতে তার ব্যাপক সুনাম রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App