মিষ্টি খেতে ভালোবাসেন অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশি এই অভিনেত্রীকে যখন প্রশ্ন করা হয়েছিল, জয়া আহসান ফিশ ফিঙ্গার, চিনি দেয়া কফি খান? জবাবে তিনি বলেন, হ্যাঁ। ভীষণ খাই। মূলত সবই খাই। মিষ্টি খেতে খুব ভালো লাগে আমার। তাই আমার থেকে সবাই মিষ্টি লুকিয়ে রাখে।
সোমবার (১৩ জুন) আনন্দবাজার পত্রিকার সংবাদ কর্মী উৎসা হাজরাকে দেয়া এক সাক্ষাৎকারে জনপ্রিয় এই অভিনেত্রী এ কথা বলেন।
সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত ‘ঝরা পালক’ ছবির প্রচারের সময় এ সাক্ষাৎকার দেন তিনি। ছবিটি তিমির হননের কবি জীবনানন্দ দাশের জীবনালোকে নির্মিত হয়েছে। এতে কবি-পত্নী লাবণ্য দাশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়া আহসানকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।