×

আন্তর্জাতিক

প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী পেলো উত্তর কোরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২২, ১২:২৩ পিএম

প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী পেলো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী শোয়ে সন-হুই

প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী পেলো উত্তর কোরিয়া। দেশটির অভিজ্ঞ কূটনীতিক শোয়ে সন-হুই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।

শোয়ে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের নেতৃত্বে ক্ষমতাসীন দলের এক বৈঠকে তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাছাই করা হয়।

আগে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক সামরিক কর্মকর্তা রি সন জিওন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তার স্থলাভিষিক্ত হলেন শোয়ে।

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় কিম জং-উনের ঘনিষ্ঠ কর্মকর্তা ছিলেন শোয়ে। ইংরেজি ভাষায় তার দক্ষতা রয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং-উনের আলোচনার সময়ও উপস্থিত ছিলেন শোয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App