×

জাতীয়

ধনী-দরিদ্রের বৈষম্যের বাজেট, গুরুত্ব পায়নি মৌলিক চাহিদা: গণফোরাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২২, ০৪:০০ পিএম

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, এই বাজেটে মানুষের মৌলিক চাহিদা গুরুত্ব পায়নি।

শনিবার (১১ জুন) সকালে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে গণফোরাম নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রস্তাবিত বাজেটকে ‘ধনী-দরিদ্রের বৈষম্যের বাজেট’ হিসেবে উল্লেখ করে গণফোরাম সভাপতি বলেন, জনগণের স্বার্থে এ বাজেট প্রণয়ন হয়নি। জনজীবনের মানোন্নয়নের কোনো পরিকল্পনা বা দিক নির্দেশনা নেই। মানুষের মৌলিক চাহিদা গুরুত্ব পায়নি। অর্থ পাচারকারী, ঋণনির্ভর, চোর-লুটেরা-দুর্নীতিবাজ চক্রের বাজেট প্রস্তাবিত হয়েছে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির কোনো উদ্যোগ নেই। চিকিৎসা ও শিক্ষা খাতে বরাদ্দ পর্যাপ্ত নয়। কৃষক-শ্রমিক বরাবরের মতো উপেক্ষিত। আমলানির্ভর এ বাজেট জনগণের জন্য শুভঙ্করের ফাঁকি।

সভায় গণফোরাম নির্বাহী সভাপতি এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মোহসীন রশিদ, মহিউদ্দীন আবদুল কাদের ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App