×

রাজনীতি

এনজিওগ্রাম করা হবে খালেদা জিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২২, ০১:২৫ পিএম

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার এনজিওগ্রাম করানো হবে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডের মিটিং শেষে এ তথ্য জানান তিনি।

শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই বোর্ডের আলোচনা চলে প্রায় এক ঘণ্টা। সেখানে হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়।

মেডিকেল বোর্ডের মিটিং সম্পর্কে এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমাদের মিটিং শেষ হয়েছে। আমরা সেখানে নানা সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনে এনজিওগ্রাম করানো লাগবে। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগবে। তারপরে গিয়ে বুঝতে পারব।

তার শারীরিক কি অবস্থা এই মুহুর্তে জানতে চাইলে তিনি বলেন, এর বেশি বলা যাচ্ছে না।

এর আগে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে সিসিউতে ভর্তি করা হয় অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধনে। সূত্র জানায়, খালেদা জিয়াকে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মেডিকেল বোর্ডের সভায় জাহিদ চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা ডাক্তার হিসেবে যা করা দরকার তাই করবেন।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক বিষয় নিয়ে বিকেল তিনটায় দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App