×

আন্তর্জাতিক

‘যুদ্ধ শুরু করতে এক মুহূর্ত দেরি করবে না চীন’, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২২, ১০:০০ পিএম

‘যুদ্ধ শুরু করতে এক মুহূর্ত দেরি করবে না চীন’, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

প্রতীকী ছবি

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা করা হলে যুদ্ধ শুরু করতে এক মুহূর্তও দেরি করবে না চীন। সিঙ্গাপুরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে শুক্রবার (১০ জুন) হওয়া বৈঠকে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গে এমন বার্তা দেন।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তাইওয়ানের ওপর চীন হামলা করলে সামরিক হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। তার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে হুঁশিয়ারি করেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গে বলেন, তাইওয়ানকে চীনের কাছ থেকে যদি কেউ আলাদা করার সাহস দেখায়, তবে যুদ্ধ শুরু করতে এক মুহূর্তও দেরি করবে না চীনের সেনাবাহিনী, এর জন্য মূল্যই চুকাতে হোক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App