×

জাতীয়

তুরস্কের সেই নাগরিকের মাঙ্কিপক্স হয়নি: আইইডিসিআর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২২, ০৫:০৩ পিএম

ঢাকায় আসা পর মাঙ্কিপক্স সন্দেহে হাসপাতালে ভর্তি তুরস্কের নাগরিক এ রোগে আক্রান্ত নন। শুক্রবার (১০ জুন) পরীক্ষা-নিরীক্ষার পর এ তথ্য নিশ্চিত করেন আইইডিসিআর পরিচালক তাহমিনা শিরীন।

এরআগে মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ওই তুরস্ক নাগরিককে মাঙ্কিপক্স সন্দেহে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার স্বাস্থ্য পরীক্ষা হয়।

তবে ওই দিনই স্বাস্থ্য অধিদপ্তর জানায়, তুরস্কের নাগরিকের উপসর্গ মাঙ্কিপক্সের নয়। এ বিষয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবির বলেন, তার মাঙ্কিপক্সের কোনো উপসর্গ নেই। তার শরীরে যে ফুসকুড়ি, তা দীর্ঘদিনের চর্মরোগের কারণে।

তারপরও তার পরীক্ষা চলে। আজ আইইডিসিআরের পরিচালক তাহমিনা শিরীন বলেন, ওই ব্যক্তির মাঙ্কিপক্স হয়নি। তাকে পরীক্ষার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App