রাজধানীর নতুন বাজারের নদ্দা এলাকায় তুরাগ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শুক্রবার (১০ জুন) সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা খানম।
তিনি বলেন, সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। এরপর প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। বাসে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।