‘যুদ্ধ শুরু করতে এক মুহূর্ত দেরি করবে না চীন’, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

আগের সংবাদ

কুয়াকাটা সৈকতে দেখা মিলল বিরল প্রজাতির সাপের

পরের সংবাদ

দেশের ক্রীড়াঙ্গনে ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

প্রকাশিত: জুন ১০, ২০২২ , ১০:১৫ অপরাহ্ণ আপডেট: জুন ১০, ২০২২ , ১০:১৫ অপরাহ্ণ

পদ্মা সেতু নির্মাণে সহায়তা না করলেও দেশের ক্রীড়াঙ্গনে ৪০ কোটি ডলার দেবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশের চার দশকের অলিম্পিক পদকের খরা না ঘোচা পর্যন্ত সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সংস্থাটি। বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি চান এ অর্থ শ্যুটিং ও আর্চারির উন্নয়নে ব্যয় করতে।

গত চার দশকে ১০টি অলিম্পিক আসরে অংশ নিয়ে কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। অথচ জনসংখ্যার দিক থেকে বিশ্বের নবম বৃহত্তম দেশ।

পদ্মা সেতু নির্মাণে মুখ ফিরিয়ে নিলেও অলিম্পিকে বাংলাদেশের পদকের আক্ষেপ ঘোচাতে আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ব্যাংক। প্রাথমিক পর্যায়ে দেবে ৪০ কোটি ডলার। অলিম্পিকে পদক না পাওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহতের আশ্বাস দিয়েছে সংস্থাটি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়