এসি বিস্ফোরণে শাওনের মায়ের বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আগের সংবাদ

করণ জোহরের নতুন ছবিতে একসঙ্গে সারা, জাহ্নবী ও অনন্যা

পরের সংবাদ

চুয়াডাঙ্গায় নারীর শরীরে অনেক ফোস্কা, চিকিৎসা নিতে এসে পর্যবেক্ষণে

প্রকাশিত: জুন ১০, ২০২২ , ১২:২৩ পূর্বাহ্ণ আপডেট: জুন ১০, ২০২২ , ১২:২৬ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স সন্দেহে এক নারীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই নারীর সারা শরীরে বড় আকারের ফোসকা এবং শরীরে জ্বর, ব্যথা ও সর্দি নিয়ে বৃহস্পতিবার (৯ জুন) সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন।

এ বিষয়ে জেলার সিভিল সার্জন সাজ্জাৎ হাসান বলেন, ওই নারীর শরীরে যে ফোসকা দেখা গেছে তা মাঙ্কিপক্স কিনা, সেটি নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধিকে নমুনা সংগ্রহের জন্য জানানো হয়েছে। সংস্থাটির একটি প্রতিনিধিদল সরেজমিন যাচাইয়ে শুক্রবার চুয়াডাঙ্গায় আসার কথা আছে।

ওয়াহিদ মাহমুদ বলেন, অতীতে কখনও রোগীর শরীরে এমন বড় আকারের ফোসকা দেখেননি। বিষয়টি সিভিল সার্জন সাজ্জাৎ হাসান ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আতাউর রহমানকে জানানো হয়। জ্যেষ্ঠ চিকিৎসকদের পরামর্শে প্রাথমিকভাবে তাকে জ্বর ও ব্যথার ওষুধ দিয়ে বাড়িতে আইসোলেশনে পাঠানো হয়েছে। বাড়ির আর কেউ যাতে তার সংস্পর্শে না আসেন, সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়