×

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২২, ০৪:২৪ পিএম

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ

আবুল কালাম আজাদ

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক আবুল কালাম আজাদ নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পরিচালকের (মহাব্যবস্থাপক) দায়িত্বে ছিলেন। পদোন্নতির পর তাকে কমিউনিকেশন্স এবং লাইব্রেরি বিভাগে বহাল করা হয়েছে।

বুধবার (৮ জুন)  বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবুল কালাম আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি গবেষণা, মনিটরি পলিসি, গভর্নর সচিবালয় ও কমিউনিকেশন্স বিভাগে দায়িত্ব পালন করেছেন।

তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের গাজী পরিবারের সন্তান। তার স্ত্রী রোকেয়া খাতুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের পরিচালক হিসেবে কর্মরত। তাদের তিন সন্তান রয়েছে। আবুল কালাম আজাদ দুস্থদের সহায়তায় কাজ করা যশোরের ভাটাই-নূরজাহান অরফ্যান্স ফ্রেন্ড সংগঠনের নির্বাহী উপদেষ্টা ও ডোনার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App