×

জাতীয়

বগুড়ায় সংঘর্ষ: বিএনপির ১২১ নেতাকর্মীর আগাম জামিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২২, ১১:৪৪ এএম

বগুড়ায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ১২১ নেতাকর্মীকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ওই সময়ের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (৮ জুন) আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

জামিন সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মুহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় থানা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনকে প্রধান আসামি করে ১৩৩ জনের নামসহ ৩০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দুদিন পর মঙ্গলবার বেলা ১১টায় গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকাড় বাদী হয়ে গাবতলী মডেল থানায় এ মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App