×

জাতীয়

পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রস্তাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২২, ০৫:৪৬ পিএম

পদ্মাসেতু নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সাহসী সিদ্ধান্তের ফল। শত প্রতিকুলতা বাঁধা বিপত্তি উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জাতীয় সংসদে ২০১২ সালে ৮ জুলাই ঘোষণা করেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে। আগামী ২৫ জুন সে প্রতীক্ষার অবসন হচ্ছে।

বুধবার (৮ জুন) ১৪৭/১ বিধি অনুসারে চিপ হুইপ নূর ই আলম চৌধুরী পদ্মাসেতু নির্মাণে প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের ফসল হিসেবে বর্ণনা করে একটি ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। এ নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাবটির ওপর জাতীয় সংসদে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

অধিবেশন শুরুতেই প্রথমে স্পিকার এ প্রস্তাবটি উত্থাপনের আগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে চিপ হুইপ নূর ই আলম চৌধুরীকে প্রস্তাবটি উত্থাপনের আহ্বান জানান। প্রস্তাবটি নিয়ে সংসদে আলোচনা শুরু করেন আইনমন্ত্রী আনিসুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App