×

জাতীয়

১০ বছরে মোবাইল গ্রাহক বেড়েছে ১০ কোটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২২, ০৫:১৯ পিএম

দেশে মোট গ্রাহক সংখ্যা ১৮ কোটি ৩৪ লাখ

গত ১০ বছরে অর্থাৎ ২০১২ সাল থেকে এ পর্যন্দ দেশে মোবাইল গ্রাহক সংখ্যা বেড়েছে প্রায় ১০ কোটি বলে জানিয়েছে ডাক, টেরিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

মঙ্গলবার (৭ জুন) জাতীয় সংসদে এমপি নজরুল ইসলাম বাবুর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।

মোস্তফা জব্বার বলেন, যেখানে ২০১২ সালে দেশে মোট মোবাইল গ্রাহকের সংখ্যা ছিল ৮ কোটি ৬৬ লাখ, সেখানে ২০২২ সালের মে মাস পর্যন্ত গ্রাহক সংখ্যা বেড়ে হয়েছে ১৮ কোটি ৩৪ লাখ। অর্থাৎ বিগত ১০ বছরে ১০ কোটি ৬৬ লাখ গ্রাহক বেড়েছে।

তিনি জানান, একই সঙ্গে আগে থ্রি জি মোবাইল গ্রাহক সংখ্যা ছিল না, যা বর্তমানে ৩ কোটি ১৯ লাখ হয়েছে। বর্তমানে ৪ জি মোবাইল গ্রাহক হয়েছে ৭ কোটি ৫৪ লাখ। তিনি জানান, ২০১২ সালে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ২ কোটি ৮৯ লাখ, কিন্তু বর্তমানে তা বেড়ে দাড়িয়েছে ১২ কোটি ৪২ লাখে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App