×

সারাদেশ

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে ৬৩ জনের চোখ ক্ষতিগ্রস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২২, ০৬:৫২ পিএম

ন্যাশনাল আই কেয়ারের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক বলেন, সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৬৩ জনের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবারই কোনো না কোনোভাবেই চোখে আঘাত রয়েছে। তাদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে হবে।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে সীতাকুণ্ডের ঘটনায় চিকিৎসাধীন দগ্ধ ও আহত রোগীদের দেখে চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দীন মোহাম্মদ বলেন, এসব রোগীর চিকিৎসায় উচ্চক্ষমতা সম্পন্ন মেডিক্যাল টিম গঠন করব। রোগীদের পরিবারের সদস্যদের অনুমতিক্রমে প্রত্যেক রোগীকে আমরা ঢাকা নেব। তাদের ঢাকায় নেয়া উচিত বলে মনে করি। তাদের একজনের অবস্থা খুবই খারাপ। তাকে দেশের বাইরেও নিয়ে যেতে হতে পারে। যেসব রোগীর শরীরের অন্যান্য অঙ্গের অবস্থা খুবই খারাপ তাদের এখনই ঢাকা নেয়া সম্ভব নয়। সপ্তাহখানেক পরে বোঝা যাবে তাদের ঢাকায় নেয়া যাবে কিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App