×

আন্তর্জাতিক

লুহানস্কের দুই শহর এখন মৃত নগরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২২, ১১:০৩ এএম

লুহানস্কের দুই শহর এখন মৃত নগরী

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রুশ হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কের সেভেরেডোনেৎস্ক ও লিসিচানস্ক শহর মৃত নগরীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার (৬ জুন) কিয়েভে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

জেলেনস্কি বলেন, পূর্বাঞ্চলীয় সেভেরেডোনেৎস্ক শহরে রুশ বাহিনীকে প্রতিরোধ করছে ইউক্রেনীয় বাহিনী। কিন্তু সেখানে শক্তিশালী রুশ বাহিনীর সদস্য সংখ্যা অনেক বেশি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। অভিযানের শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের লক্ষ্যে হামলা জোরদার করে রুশ বাহিনী। কিন্তু ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধে পড়ে প্রায় এক মাসেও কিয়েভ দখল নিতে পারেনি রাশিয়া। পরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও ডোনেৎস্কের দিকে মনোযোগ দেয় রাশিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App