×

রাজনীতি

এলডিপি নিয়ে শাহাদাত সেলিমের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২২, ০২:৪৬ পিএম

এলডিপি নিয়ে শাহাদাত সেলিমের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

মঙ্গলবার সকালে এলডিপি অলি অংশের পক্ষ থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল ও অন্যরা। ছবি: ভোরের কাগজ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র একাংশের দাবি শাহাদাত হোসেন সেলিম অপপ্রচার করছেন এলডিপির অপর অংশের। মঙ্গলবার (৭ জুন) সকালে এলডিপি অলি অংশের পক্ষ থেকে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এলডিপি অলি অংশের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।

তিনি বলেন, 'এলডিপি-র বর্তমান অবস্থা, সুনাম ও অগ্রযাত্রা ব্যাহত করার লক্ষ্যে কতিপয় ষড়যন্ত্রকারী অপপ্রয়াসে লিপ্ত হয়ে দলটির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালায়। বলার অপেক্ষা রাখে না যে উপরোক্ত ষড়যন্ত্রের অংশ হিসেবে এলডিপি-র প্রাক্তন যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ কয়েকজন নেতা/কর্মী দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ, বিশেষ করে আমেরিকা বাংলাদেশী প্রবাসীদের প্রলুদ্ধ করে, প্রতারণার আশ্রয়ে এলডিপি-র প্যাডে প্রত্যয়ন পত্র প্রদানের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হওয়ার কারনে বিগত এলডিপি-র জাতীয় কাউন্সিলে অনুপস্থিত থেকে নির্বাচিত হতে পারেনি। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়। এলডিপি’র সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। সেই আক্রোশে ক্ষুদ্ধ হয়ে, উক্ত শাহাদাত হোসেন সেলিম এলডিপি-র বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়।'

'তাছাড়া শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারনে সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল করিম আব্বাসী, মো. আব্দুল গনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। কতিপয় কুচক্রী মহলের সঙ্গে শাহাদাত হোসেন সেলিম এবং দলের অন্যতম সাবেক যুগ্ম-মহাসচিব তমিজ উদ্দিন টিটু তার সঙ্গী ফয়সালসহ অন্যান্য যোগসাজসে আমেরিকা বাংলাদেশী প্রবাসীদের নিকট থেকে পার্টির প্যাডে সনদ প্রদানের মাধ্যমে অর্থ আত্মসাত করে। এই ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনায় এলডিপ’র নাম ব্যবহার করে একটি কমিটি সৃষ্টি করে।'

তিনি বলেন, 'উক্ত কমিটি সৃজনের মাধ্যমে শাহাদাত হোসেন সেলিম নিজেকে মহাসচিব উল্লেখ করে বিভিন্ন অপরাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। তারা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে একটি নিবন্ধিত ও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের গঠনতন্ত্র পরিপন্থী ও বেআইনী কাজ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং এলডিপি’র সুনাম ও ভাবমূর্তি চরমভাবে ক্ষতি করছে।'

'ষড়যন্ত্রকারী শাহাদাত হোসেন সেলিম গং কর্তৃক এলডিপি’র নামে যে কোনো কর্মকাণ্ড পরিচালনা সম্পূর্ণ অবৈধ। এলডিপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও বিভ্রান্তি সৃষ্টিকারীদের অবৈধ কর্মকাণ্ড অনতিবিলম্বে বন্ধ করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি। সেইসঙ্গে এই দুষ্কৃতিকারীদের এলডিপির নেতা পরিচয় দিয়ে গণমাধ্যমে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই।

এ বিষয়ে সোমবার ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আকারে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে। শাহাদাত হোসেন সেলিম সহ অভিযুক্তদের বিএনপি পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি পৃষ্ঠপোষকতা করেছে। আমাদের মহাসচিব বিষয়টি বিএনপি মহাসচিব কে বলার পর বিএনপি এখন তাদের পৃষ্ঠপোষকতা করেছেনা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, ড. নেয়ামুল বশির, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম প্রমুখ।

এদিকে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে অভিযুক্ত শাহাদাত হোসেন সেলিমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল কারো পৈত্রিক সম্পত্তি নয়। বাংলাদেশ একনামে অনেক রাজনৈতিক দল রয়েছে। এলডিপি আমার ঘাম রক্তের উপর দিয়ে তৈরি। আমি অলি আহমেদের এই অরাজনৈতিক শিষ্ঠাচারপূর্ণ বক্তব্যের বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App