×

জাতীয়

উল্টোপথে মটরসাইকেলকে বাঁধা, জনতার হামলায় পুলিশের হাতে ২১ সেলাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২২, ১০:৫৩ পিএম

উল্টোপথে মটরসাইকেলকে বাঁধা, জনতার হামলায় পুলিশের হাতে ২১ সেলাই

ছবি: সংগৃহীত

রাজধানীর জুরাইনে মোটরসাইকেল আরোহী দম্পতিকে আটকানোর পর কথা-কাটাকাটির জেরে ট্রাফিক পুলিশের ওপর হামলা চালিয়েছে স্থানীয় জনতা। এতে এক সার্জেন্টসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। উত্তেজিত জনতা জুরাইন রেল গেট এলাকায় ট্রাফিক পুলিশের বক্সটিও হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ইয়াসিন নামের এক যুবকের মোটরসাইকেলের কাগজ দেখা নিয়ে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে উপ-পরিদর্শক (এসআই) উৎপল দত্ত অপু (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া আহত বাকি তিন পুলিশ সদস্য রাজধানীর পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের আহত সদস্যরা হলেন-সার্জেন্ট আলী হোসেন, ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম ও শ্যামপুর থানার এসআই উৎপল চন্দ্র। তাদের মধ্যে সার্জেন্টকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতে ২১টি সেলাই দেওয়া হয়েছে। পুলিশের অপর দুই সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আটক তিনজন হলেন- মো. রনি, তার স্ত্রী ইয়াসিন জাহান নিশাত ভুইয়া ও শ্যালক ইয়াসির আরাফাত ভূইয়া। তাদের মধ্যে রনি-নিশাদ দম্পতি উল্টোপথে মোটরসাইকেলে যাচ্ছিলেন বলে পুলিশ দাবি করছে।

ঘটনাস্থলের অদূরে থাকা একজন ব্যবসায়ী বলেন, ওই তিনজন মোটরসাইকেলে যাচ্ছিলেন। তখন পেছনে বসা একজনের মাথায় হেলমেট ছিল না। এ সময় সার্জেন্ট আলী হোসেন সেটি থামালে তর্কাতর্কি শুরু হয়। চালক নিজেকে সাংবাদিক ও আইনজীবী পরিচয় দিয়ে তর্ক জুড়ে দেন। তখন আরোহী নারীও সার্জেন্টের সঙ্গে তর্ক জুড়ে দেন। শেষ পর্যন্ত পুলিশ তাদের বক্সের ভেতরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই আকস্মিকভাবে শত শত লোকজন এসে পুলিশ বক্সে হামলা চালানো শুরু করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে তাদের সরানোর চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

ডিএমপির রমনা জোনের এডিসি গোবিন্দ চন্দ্র বলেন, ইয়াসিন নামে এক মোটরসাইকেল আরোহীর কাগজপত্র দেখতে চায় ট্রাফিক পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়ান ইয়াসিন। এসময় তাকে আটক করে পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয়রা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App