রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন জরুরি: ইতো নাইকি

আগের সংবাদ

ইমরান খানের কিছু হলে সরকারের ওপর আত্মঘাতী হামলার হুমকি

পরের সংবাদ

সীতাকুণ্ডের আগুন প্রায় নিয়ন্ত্রণে, ভয়ের কিছু নেই: সেনাবাহিনী

প্রকাশিত: জুন ৭, ২০২২ , ১২:২৬ অপরাহ্ণ আপডেট: জুন ৭, ২০২২ , ১২:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে লাগা আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৭ জুন) সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সর্বশেষ এই পরিস্থিতি জানান সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আরবান রেসকিউ অ্যান্ড সার্চ টিমের সদস্য ও কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. আরিফুল ইসলাম হিমেল। তিনি বলেন, আপাত দৃষ্টিতে ভয়ের কিছু নেই।

আরিফুল ইসলাম বলেন, বিপজ্জনক আরও কিছু আছে কিনা এটা নিয়ে কাজ করা হচ্ছে। বিশেষজ্ঞরা রয়েছেন, তারা দেখছেন। তাদের কাছ থেকে আমরা একটি চূড়ান্ত প্রতিবেদন পাবো। তাদের কাছ থেকে জানতে পারবো আর কোনো বিপদ হওয়ার সম্ভবনা আছে কি না। আমরা বলতে পারি আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে, এখন ধোঁয়া বের হচ্ছে। কনটেইনারে কাপড়ের জিনিসপত্র আছে, ওই জিনিসগুলোতে যখন পানি দেয়া হচ্ছে তখন ধোঁয়া বের হচ্ছে। আপাতদৃষ্টিতে ভয়ের কিছু নেই বলে আমি মনে করি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়